Dussehra-র মিছিলে তলোয়ার, বন্দুক, পুলিশের দাবি দশমীর \'ঐতিহ্য\'
2022-10-07 3 Dailymotion
দশেরার মিছিল থেকে উঠে এল অন্য ছবি। যেখানে দশেরার মিছিলে তলোয়ার, বন্দুক নিয়ে উল্লাস করতে দেখা যায় একদল মানুষকে। দশেরার মিছিলে তলোয়ার, বন্দুক নিয়ে যখন মিছিল শুরু হয়, সেই সময় সেখানে হাজির প্রত্যেকের মুখে শোনা যায় \'জয় শ্রীরাম\' ধ্বনি।